কালীগঞ্জে ইউপি সদস্যকে গলা কেটে হত্যা,আটক-৩

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের ইউপি সদস্য আনোয়ার হোসেনকে গত ১২ জুলাই হত্যার ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার মালিয়াট গ্রাম থেকে তাদের আটক করা হয়।

এ সময় হত্যায় ব্যবহৃত রক্তমাখা ধারালো দা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার সকালে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন ইউপি সদস্যের ভাই আব্দুল আজিজ মণ্ডল। আটককৃতরা হলেনÑনিহত ইউপি সদস্য আনোয়ার হোসেনের স্ত্রী মাহফুজা বেগম, তার মেয়ে উম্মে সুমাইয়া ইয়াসমিন মিতু ও মেয়ের প্রেমিক পাচকাহুনিয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে সাজ্জাত হোসেন চয়ন। পুলিশ জানায়,অন্যান্য আসামীদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

শিরোনাম