কালিয়াকৈর ও তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪ জনের
গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈরে পৃথক সড়ক দুর্ঘটনায় অটোরিকশার যাত্রীসহ দু’জন নিহত হয়েছেন। এ সময় চালকসহ আহত হয়েছেন দু’জন। গতকাল সকালে উপজেলার কালিয়াকৈর বাইপাস সড়ক ও বড় কাঞ্চনপুর এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কালিয়াকৈর উপজেলার গোবিন্দাপুর বিলবাড়িয়া গ্রামের মিয়াজ উদ্দিন ও পাশের রশিদপুর দরগাচালা গ্রামের মফিজ উদ্দিন। এলাকাবাসী ও পুলিশ জানায়, বুধবার সকালে অটোরিকশাযোগে উপজেলার ফুলবাড়িয়া যাওয়ার পথে চাপাইর ইউনিয়নের বড় কাঞ্চনপুর এলাকার মৃধাবাড়ি মোড় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশায় ধাক্কা দেয়। এতে অটোরিকশাটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই যাত্রী মফিজ উদ্দিন নিহত হন।
এদিকে তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় ২ কৃষক নিহত হয়েছে। বুধবার সকালে ময়মনসিংহ-শেরপুর সড়কের তারাকান্দা উপজেলার কাকনী নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়।