কারফিউ শিথিল হওয়ায় রাজধানীর বিভিন্ন সড়কে যানজট

সংবাদ জমিন ডেস্কঃ
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিসংতা ও সংঘাতের পর চলমান কারফিউ শিথিল করেছে সরকার। কারফিউ শিথিলে রাজধানীর সড়কে যানবাহন বেড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার দুপুরে রাজধানীর বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা গেছে।

সকাল ১০টা থেকেই রাজধানীর সাইনবোর্ড, গুলিস্তান, সচিবালয় শাহবাগ, বাংলামোটর, ফার্মগেট, মিরপুর ও মোহাম্মদপুরসহ বিভিন্ন রাস্তায় প্রচণ্ড যানজট সৃষ্টি হয়েছে। যানজটে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

শিরোনাম