কাবাডি (ছেলে) উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয়
সংবাদ জমিন ডেস্কঃ
গত ৫ সেপ্টেম্বর,২০২২ সোমবার ৪৯ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উপজেলা পর্যায়ে সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আক্রাম হোসাইনের সার্বিক নির্দেশনায় এ গ্রীষ্মকালিন ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনার দায়িত্বে রয়েছেন সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষা শিক্ষক,সাবেক জাতীয় ক্রীড়াবিদ কারাতে ব্লাক বেল্ট (১ম ড্যান) হোল্ডার, সাংবাদিক ও কলামিস্ট মো. আলতাফ হোসেন।উপজেলার সকল বিদ্যালয় বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহন করে প্রতিযোগীরা।
ইভেন্ট গুলো হলো দলীয় ফুটবল,হ্যান্ডবল ও কাবাডি( ছেলে ও মেয়ে)। এছাড়াও এ প্রতিযোগিতায় রয়েছে সাঁতার ও দাবা। আজ ৭ সেপ্টেম্বর জয়মন্টপ উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে কাবাডি (ছেলে) উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয় । দলটি জেলা পর্যায়ে খেলার সুযোগ লাভ করে। আগামি ১০ সেপ্টেম্বর এ গ্রীষ্মকালিন ক্রীড়া প্রতিযোগিতার ছেলেদের চূড়ান্ত ফুটবল প্রতিযোগিতাসহ সকল ইভেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।