কাজী নজরুলের অনুপ্রেরণার উৎস ছিলেন প্রমীলা দেবী!

নিজস্ব প্রতিনিধিঃ
৩০শে জুন,আজ থেকে ৬১ বছর আগে প্রমীলা দেবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।প্রমীলা দেবী ছিলেন কাজী নজরুল ইসলামের জীবনের প্রেরণা এবং শক্তি। তাঁর অবদান কবির জীবনে অপরিসীম।

বিদ্রোহী কাজী নজরুল ইসলাম ছিলেন ভাব অসাম্প্রদায়িক। গানে, কবিতায় আর সাহিত্যে আমরা এর নমুনা দেখতে পাই। নিজের জীবনেও তিনি তাই ছিলেন। দাদীর নাম ছিলো আশালতা সেনগুপ্ত দাদু ভালোবেসে নাম দিলেন দুলু দোলনচাঁপা। দাদী খুব সুন্দর কবিতা লিখতে পারতেন। অসামান্য ধৈর্য্য ও যত্নে কবি দাদুর সেবা করে গেছেন। দাদু এবং দাদীর অতুলনীয় প্রেম সকল মানুষ কে অনুপ্রাণিত করে।

দাদীর নিম্নাঙ্গ অবশ হয়ে গিয়েছিল, উঠে দাঁড়ানোর ক্ষমতা ছিল না, তাই শুয়ে শুয়ে সব কাজ করতেন। খুব সুন্দভাবে ভাবে সবজি কাটতে পারতেন। দাদুর বন্ধুরা গেলে নিজে চা বানিয়ে খাওয়াতেন।যা সবাইকে অবাক করত। সকল নারীকূলের তিনি আদর্শ হয়ে আছেন।

শিরোনাম