কাউখালীতে বাঁধের দাবিতে পানিতে মানববন্ধন

 

সংবাদ জমিন, অনলাইন ডেস্ক ঃঃ
পিরোজপুর জেলার কাউখালীতে পানিতে নেমে এক ব্যতিক্রমধর্মী মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (১৩ মে) উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের কঁচা নদীর তীরবর্তী এলাকা পাঙ্গাশিয়া থেকে ভিটাবাড়িয়া পর্যন্ত প্রায় চার কিলোমিটার পানি রক্ষা বাঁধ নির্মাণ না হওয়ায় এলাকাবাসী মানববন্ধনের আয়োজন করেন।

এলাবাসী বিভিন্ন সময় মানববন্ধন বিক্ষোভ এবং স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে বাঁধ নির্মাণসহ বিভিন্ন কার্যক্রম করেও কর্তৃপক্ষের কোন নজরে আসেনি। সর্বশেষ পাঙ্গাশিয়া কঁচা নদীর পানিতে নেমে মানববন্ধন করেন তারা। এই পানিরক্ষা বাঁধ না হওয়ার কারনে এলাকার ফসলি জমি, ঘর-বাড়ি সহ বিস্তৃর্ণ এলাকা পানির নিচে তলিয়ে যায়। বর্ষা মৌষমে স্কুল, কলেজ, মাদ্রাসার নিচু আংশ পানিতে ডুবে থাকে।

এসব এলাকার অভ্যন্তরীন রাস্তাগুলো পানিতে তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়ে। বিষয়টি নিয়ে এলাকাবাসী স্থানীয় সংসদ সদস্য, চেয়ারম্যান মেম্বর বরাবরে বহুবার আবেদন করেও আজও সুরাহা হয়নি বলে অভিযোগ রয়েছে। সূত্র-মানবজমিন

শিরোনাম