কলাম ঃঃ সড়ক যখন পরিনত হয় মরণ ফাঁদে

 

মোঃ কোহিনূর ইসলাম রাবিব ঃঃ
সিংগাইর-মানিকগঞ্জ সড়কে ঝড়ছে প্রাণ, বাড়ছে যাত্রী আতংক।মৃত্যুর মিছিলে সড়কটি মরণ ফাঁদ সড়ক হিসেবে পরিচিতি লাভ করেছে। সড়কটি এখন সর্বস্তরের জন সাধারণের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছে। আর কত ? আর কত অকালে ঝড়ে পড়বে প্রাণ। চরম আতংকিত অবস্থায় রয়েছে সড়কে চলাচলরত যাত্রী সাধারণ। সড়কটি অঞ্চলিক মহাসড়কে রুপান্তরিত হওয়ার পর যে প্রাণহানির ঘটনা ঘটেছে তা বাংলাদেশের সড়ক দুর্ঘটনার সকল রেকর্ড ভঙ্গ করেছে। সড়ক যখন পরিনত হয় মরন ফাঁদে, তখন যাত্রীরা থাকে চরম আতংকে। আর এটাই এখন স্বাভাবিক।

গত রবিবার ২১ মার্চ, দুপুরে ধামরাইয়ের নিবাসী পুলিশ সদস্য মিজানুর সড়কের আজিমপর এলাকায় মর্মান্তিকভাবে প্রাণ হারায় ঢাকার ধামরাই নিবাসী পুলিশ সদস্য মিজানুর। ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও ক্রন্দন অবিরত আছে ঐ পরিবারে। ১৬ ফেব্রুয়ারী রাত ২ টার দিকে সড়কের কিটিংচর নামক স্থানে উপজেলার ভূরীখালী গ্রামের মোটর সাইকেল আরোহী তিতাশ ওরফে রাজিব ট্রাক চাপায় মারা যায়। এর পূর্বে সড়কের বিন্নাডাঙ্গি বাসস্ট্যান্ডের অদূরে প্রাইভেটকার-মোটর সাইকেল সংঘর্ষে প্রাণ হারায় মোটর সাইকেল আরোহী।

২ ফেব্রুয়ারী সড়কের আজিমপুর-খাড়াপাড়া মহল্লার সামনে রাস্তা পারাপারের সময় প্রাণ হারায় সিংগাইর উপজেলার ছয়আনি গ্রামের জিন্নত আলী। আহত হয় আরো ১ জন। ১৯ জানুয়ারী সড়ক দুর্ঘটনায় কিটিংচর-নয়াডাঙ্গী স্থানে ১ জন নিহত হয়। আহত হয় ১৫ জনের অধিক। এ দুর্ঘটনার পূর্বে বেতিলা বাসস্ট্যান্ডের অদূরে সড়ক দুর্ঘটনায় একাধিক জনের আহত হওয়ার ঘটনা ঘটে।সড়কের মেদুলিয়া ডাবল ব্রীজের নিকটে ট্রাক খাদে পড়ে ৩ জন আহত হয়। গত ১৩ অক্টোবর সড়কের কিটিংচর নামক স্থানে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে শিশু কন্যাসহ নিহত হয় ২ জন। আহত হয় ৫ জন।

২২ অক্টোবর সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। ঐ দিন ছিল নিরাপদ সড়ক দিবস। সড়কের ঋষিপাড়া-কাশিমনগর এলাকায় বাস খাদে পড়ে চালকসহ নিহত হয় ৩ জন ও আহত হয় ২০ জন। ২১ অক্টোবর মেদুলিয়া ডাবল ব্রীজের নিকটে মোটর সাইকেলের ধাক্কায় প্রাণ হারায় ১ গার্মেন্টস কর্মী। এর কিছুদিন পূর্বে অটো বাইকের ধাক্কায় প্রাণ হারায় একই গ্রামের এক বৃদ্ধা। ২৫ অক্টোবর মিতরা তেলের পাম্পের নিকটে ট্রাকের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী আহত হয়। গত ৮ আগস্ট সড়কের ধল্লা-বাস্তা এলাকায় পিকআপ-মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ২ জন নিহত হয়। আহত হয় ১ জন।

এছাড়া সড়কে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ধল্লা-বাস্তা এলাকায় ২শিশু সন্তান, ভূমদক্ষিণ গ্রামের বাসস্ট্যান্ডে এক মহিলা ও বাসের এক হেলপার, মেদুলিয়া গ্রামের ১ জন এবং জয়মন্টপ-ভাকুম এলাকার ১ গরু ব্যবসায়ী। ট্রাকের ধাক্কায় প্রাণ হারায় আজিমপুর-খাড়াপাড়া মহল্লার আবুল হাসেম।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক যাত্রী জানান, হতাহতের সংখ্যা আরও বেশি হবে। সড়কটি নির্মাণের পর থেকে প্রায়দিনই ছোট, বড় দুর্ঘটনার ঘটনা ঘটছে। এ থেকে উত্তরণের জন্য যথাযথ কর্তৃপক্ষের এখনি কোন ব্যবস্থা নেয়া দরকার, আর তা না হলে আরো কত মা ও মায়ের বুক যে খালি হবে তার কোন ইয়ত্তা নেই।

শিরোনাম