কলাপাড়ায় অজু করতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল কিশোরীর
পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ার মিঠাগঞ্জ ইউনিয়নের আরামগঞ্জ গ্রামে ফজরের নামাজের জন্য পুকুরে অজু করতে গিয়ে পুকুরে ডুবে হাফসা বেগম (১৮) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। ঘটনাটি গতকাল সকালের দিকে আরামগঞ্জ গ্রামে ঘটেছে। নিহত হাফসা একই এলাকার মো. হাফেজ মাতুব্বরের মেয়ে।
হাফেজ মাতুব্বর জানান, তার মেয়ে শিশুকাল থেকেই মৃগী রোগে আক্রান্ত ছিল। ভোর ছ’টায় বসত ঘরের সামনের পুকুরে অজুু করতে গেলে পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পরে তার মা মিনারা বেগম অজু করতে পুকুরে গিয়ে তাকে পানিতে অর্ধ ডুবন্ত অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয়দের সহায়তায় কিশোরীর মরদেহ উদ্ধার করে। কলাপাড়া থানার ওসি আলী আহমেদ জানান, ঘটনাস্থলে গিয়ে তদন্ত সাপেক্ষে ও ডাক্তারের রিপোর্ট দেখানো হয়েছে। এরপর বাবা-মায়ের দাবিতে ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়।