সংবাদ জমিন, আন্তর্জাতিক ডেস্ক ঃঃ
করোনার বিপর্যস্ত ভারত। প্রতিদিন বেড়েই চলেছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। রাজধানী দিল্লীতে লকডাউন ঘোষণার পাশাপাশি জারি করা হয়েছে কারফিউ। সোমবার (১৯ এপ্রিল) দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টেলিভিশন চ্যানেলে দেওয়া এক ভাষণে এই ঘোষণা দেন।
সোমবারের ঘোষণায় অরবিন্দ কেজরিওয়াল আরো বলেন, ‘যদি এখনই লকডাউন জারি করা না হয়, সেক্ষেত্রে আমাদের অনেক বড় দুর্যোগের মুখে পড়তে হবে। সরকার সবসময়ই আপনাদের পাশে আছে। নিতান্ত বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
দিল্লির মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সোমবার (১৯ এপ্রিল) রাত ১০ টা থেকে পরের সোমবার (২৬ এপ্রিল) ভোর ৫টা পর্যন্ত লকডাউনে থাকবে দিল্লি। পাশাপাশি চলবে কারফিউ। তবে এই সময়সীমার মধ্যে সরকারি ও জরুরি সেবা প্রদানকারী সব দফতর খোলা থাকবে।