সংবাদ জমিন ডেস্ক ঃঃ
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য, আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। মতিন খসরু গত ১৬ মার্চ থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার থেকে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। বুধবার বিকালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘোষণা করে চিকিৎসকরা।
মৃত্যুকালে আব্দুল মতিন খসরুর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। আবদুল মতিন খসরু গত ১৫ মার্চ সংসদ সচিবালয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ১৬ মার্চ সকালে তার রিপোর্টে করোনা পজিটিভ আসে। ওইদিনই তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। তাঁর মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী,মন্ত্রীপরিষদ, সংসদ সদস্যগণ, আওয়ামীলীগ ও তাঁর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।