করোনায় এবারও উৎসবহীন বাংলা নববর্ষ

 

সংবাদ জমিন ডেস্ক ঃঃ
বাঙালির জাতীয় জীবনে সর্বজনীন উৎসব পহেলা বৈশাখ। নতুন বছর বরণে থাকে নানা আয়োজন। কিন্তু গত বছরের মতো এবারও এসেছে অন্যরকম বৈশাখ। বর্ষবরণের এই দিনটাতে নেই উৎবসের ছিটেফোটাও। মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে চলছে লকডাউন। তাই কোথাও কোনো উৎসবের আয়োজন নেই।

প্রতিবছর ছায়ানটের আয়োজনে পহেলা বৈশাখের সকালে রমনার বটমূলে চলে ছায়ানট শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা। তবে গতবছরের মতো এবারও সংগীত আয়োজন বন্ধ রাখা হয়েছে। এছাড়াও বন্ধ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা। বর্ষবরণে ঢাকায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের আয়োজন থাকতো। এবার এসবের কিছুই নেই। এ বৈশাখ উৎসবহীন, মলিন।

শিরোনাম