করোনার সংক্রমণ বৃদ্ধি আশংকাজনক : স্বাস্থ্যমন্ত্রী

 

সংবাদ জমিন ডেস্ক ঃঃ
দেশে করোনার সংক্রমণ বৃদ্ধিকে আশঙ্কাজনক বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। সংক্রমণ বৃদ্ধির কারণ হিসেবে লোকজনের বেপরোয়া চলাফেরা ও স্বাস্থ্যবিধি না মানাকে দায়ী করছেন তিনি।

বৃহস্পতিবার রাজধানীর চক্ষুবিজ্ঞান ইনস্টিউটে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সামনে এ কথা বলেন তিনি। করোনা নিয়ে সবাইকে আবারও সজাগ থাকার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনা চলে যায়নি। করোনা যখন যাবে তখন আমরা সবাই জানবো। শুধু বাংলাদেশ না, পুরো পৃথিবী থেকে দূর হলেই বাংলাদেশ নিরাপদ হবে। কাজেই এক ডোজ টিকা নিয়েই ভাবা উচিত না যে করোনামুক্ত। টিকা নিলেই করোনামুক্ত হবে না। দ্বিতীয় ডোজ নেওয়ার পর সময় লাগবে সুরক্ষা তৈরি হতে। দ্বিতীয় ডোজ নেওয়ার আগে করোনা থেকে সুরক্ষা তৈরি হবে না।’

বেশ কয়েকমাস দেশে করোনা শনাক্তের হার কম থাকলেও গত কয়েকদিনে বাড়তে শুরু করেছে। বুধবার একদিনে এক হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। করোনা সংক্রমণের বৃদ্ধিকে আশঙ্কাজনক উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘লোকজনের বেপরোয়া চলাফেরা ও স্বাস্থ্যবিধি না মানার কারণে করোনা সংক্রমণ বাড়ছে। হাসপাতালে আগের তুলনায় রোগীর সংখ্যা বেড়েছে।’

শিরোনাম