করোনাভাইরাসে আক্রান্ত পিতাকে দেখতে নায়ক মারুফ ঢাকায়

সংবাদ জমিন, বিনোদন ডেস্ক ঃঃ
বাবার জন্য দেশে ফিরলেন নায়ক মারুফ। অভিনেতার বাবা চিত্রপরিচালক কাজী হায়াৎ করোনাভাইরাসে আক্রান্ত। তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। বাবার অসুস্থতার খবর শুনে আমেরিকা থেকে দেশে ফিরেছেন তিনি। মারুফ দীর্ঘদিন স্ত্রী-সন্তানসহ আমেরিকা বাস করছেন। বাবা অসুস্থ শোনামাত্র দেশে ফেরার সিদ্ধান্ত নেন। গত ১৭ মার্চ ঢাকা ফিরেই হাসপাতালে ছুটে গেছেন বাবাকে দেখতে। বাবার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মারুফ।

কাজী হায়াৎ গত ৬ মার্চ করোনায় আক্রান্ত হন। এরপর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। তার স্ত্রী ও মেয়েও করোনায় আক্রান্ত। অবস্থার অবনতি হলে দ্রুত তাদের হাসপাতালে ভর্তি করানো হয়। এর আগে গত ২ মার্চ করোনার টিকা নেন কাজী হায়াৎ। এরপর জ্বর অনুভব করেন তিনি। ৩ দিন পার হওয়ার পরও জ্বর ভালো হয়নি। পরে করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে।

শিরোনাম