করুনারত্ন বোল্ড,সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
ক্রিজে থিতু হয়ে পড়েছিলেন দিমুথ করুনারত্নে। ওপেনিংয়ে নেমে ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। ভয়ঙ্কর হয়ে ওঠা এই ব্যাটারকে বোল্ড করে স্বস্তি ফিরিয়েছেন সাকিব আল হাসান সাজঘরে ফেরার আগে ১৫৫ বলে ৮০ রান করেন করুনারত্নে।
৫৬.৬ ওভার শেষে ৪ উইকেটে শ্রীলঙ্কার সংগ্রহ ১৭০ রান। বাংলাদেশের চেয়ে এখনো ১৯৫ রানে পিছিয়ে সফরকারীরা।

দ্বিতীয় দিনের শেষাংশে কুশাল মেন্ডিসকে ফিরিয়ে স্বস্তি এনে দেন সাকিব আল হাসান। তৃতীয় দিনের শুরুতেই আঘাত হেনে উইকেট নেয়ার আবহ ধরে রাখলেন ইবাদত হোসেন। প্রথম ওভারের দ্বিতীয় বলেই বোল্ড করলেন কাসুন রাজিথাকে।
তৃতীয় দিনে মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কা

মুশফিক-লিটনের জাদুকরি ইনিংসে ভর করে বাংলাদেশ তোলে ৩৬৫ রান। দুর্দান্ত ব্যাটিংয়ের পর টাইগার বোলাররা যুতসই শুরু করতে পারেননি। প্রথম উইকেটের দেখা পেতে অপেক্ষা করতে হয়েছে ২৬ ওভার। মাঠ ছাড়ার আগে ওশাদা ফার্নান্দোর রান ছাড়িয়েছে অর্ধ-শতকের কোঠা। ওয়ানডে মেজাজে লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে ইনিংস বড় করেছেন

তবে দিনের শেষদিকে কুশাল মেন্ডিসের উইকেট স্বস্তি দিয়েছে বাংলাদেশকে। তৃতীয় দিনে শ্রীলঙ্কাকে দ্রুত গুটিয়ে দেয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামছে টাইগার বাহিনী। লিড নেয়ার লক্ষ্যে ব্যাটিংয়ে নামবে শ্রীলঙ্কা। দ্বিতীয় দিনশেষে ২ উইকেটে শ্রীলঙ্কার সংগ্রহ ১৪৩ রান। ১২৭ বলে ৭০ রান নিয়ে অপরাজিত থাকেন করুনারত্নে। ১১ বল খেলে ০ রানে অপরাজিত ছিলেন কুশান রাজিথা।

শিরোনাম