কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের করিমগঞ্জে বজ্রপাতে আলী আকবর (৩০) ও কাঞ্চন মিয়া (৩২) নামে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার জয়কা ইউনিয়নের উত্তর কলাবাগ গ্রামের ভোলাডুবা বিলে নৌকা দিয়ে মাছ ধরার সময়ে বজ্রপাতে এই হতাহতের ঘটনা ঘটে। নিহত ২ জনের মধ্যে আলী আকবর উত্তর কলাবাগ গ্রামের আবুল কাশেমের ছেলে ও কাঞ্চন মিয়া একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। জয়কা ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির জানান, ভোলাডুবা বিলে আলী আকবর ও কাঞ্চন মিয়াসহ কয়েকজন বৃহস্পতিবার রাতে মাছ ধরতে যান। পরে রাত ৩টার দিকে বজ্রপাতের ঘটনা ঘটলে আকবর ও কাঞ্চন ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া আরও ৩ জন আহত হন। তাদের উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে তারা সুস্থ আছেন। করিমগঞ্জ থানার ওসি মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।