সংবাদ জমিন ডেস্কঃ
কমলগঞ্জের মণিপুরী পল্লীতে ডিবি পরিচয়ে র্যাব সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।মঙ্গলবার(৭ নভেম্বর) সন্ধ্যা রাতে কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পশ্চিম বাঘবাড়ী মণিপুরী পাড়ায় এ ঘটনাটি ঘটে।
পশ্চিম বাঘবাড়ী গ্রামের সেনা সদস্য বর্তমান র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র্যাব)কর্মরত সুনীল সিংহের বাড়িটি একটু নিরিবিলি। এই সুযোগে গতকাল সন্ধ্যা রাতে মুখোশধারী ৪ ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে র্যাব সদস্য সুনীলের বসতঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে তার বৃদ্ধ পিতা চন্দ্র সিংহ, মা কৃষ্ণ কুমারী সিনহা ও চাচী রাজকুমারী সিনহাকে জিম্মি করে হাত, পা বেঁধে নেয়। পরে ঘরের আসবাবপত্র তছনছ করে ঘরে থাকা স্বর্ণালংকার, মোবাইল সেটসহ নগদ অর্থ লুট করে নিয়ে পালিয়ে যায়।
ঐ পরিবারের চিৎকারে লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে।পুলিশ ও জনপ্রতিনিধি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।পুলিশ বলছে,এটা ডাকাতি নয়,চুরি।ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।