মৌলভীবাজারে ডিবি পরিচয়ে র‌্যাব সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি,বিভিন্ন মালামাল লুট

সংবাদ জমিন ডেস্কঃ
কমলগঞ্জের মণিপুরী পল্লীতে ডিবি পরিচয়ে র‌্যাব সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।মঙ্গলবার(৭ নভেম্বর) সন্ধ্যা রাতে কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পশ্চিম বাঘবাড়ী মণিপুরী পাড়ায় এ ঘটনাটি ঘটে।

পশ্চিম বাঘবাড়ী গ্রামের সেনা সদস্য বর্তমান র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব)কর্মরত সুনীল সিংহের বাড়িটি একটু নিরিবিলি। এই সুযোগে গতকাল সন্ধ্যা রাতে মুখোশধারী ৪ ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে র‌্যাব সদস্য সুনীলের বসতঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে তার বৃদ্ধ পিতা চন্দ্র সিংহ, মা কৃষ্ণ কুমারী সিনহা ও চাচী রাজকুমারী সিনহাকে জিম্মি করে হাত, পা বেঁধে নেয়। পরে ঘরের আসবাবপত্র তছনছ করে ঘরে থাকা স্বর্ণালংকার, মোবাইল সেটসহ নগদ অর্থ লুট করে নিয়ে পালিয়ে যায়।

ঐ পরিবারের চিৎকারে লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে।পুলিশ ও জনপ্রতিনিধি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।পুলিশ বলছে,এটা ডাকাতি নয়,চুরি।ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

শিরোনাম