কবিগুরু রবীন্দ্রনাথের উপর বৃটিশদের কঠোর নজরদারি ছিল

সংবাদ জমিন, অনলাইন ডেস্ক ঃঃ
স্বদেশি যুগ থেকে কলকাতার ঠাকুর পরিবারের অনেক সদস্যই বিপ্লবীদের সমর্থন করেছেন, তবে রবীন্দ্রনাথ সম্পর্কে ইংরেজ সরকারের ভয় ছিল বেশি। শুনলে অবাক লাগে, যৌবনের সূচনা থেকে পুলিশের গোপন খাতায় রবীন্দ্রনাথ ঠাকুরের নাম ছিল। কবির গতিবিধি ও কার্যকলাপের ওপর পুলিশের নজরদারি ছিল ভীষণরকম।
অবশ্য রবীন্দ্রনাথের ব্রিটিশ গোয়েন্দা সংস্থার বিশেষ নজরদারিতে থাকার নানা কারণও ছিল। ‘যুগান্তর’ এবং ‘বন্দে মাতরম’ পত্রিকাদুটি অনেকদিন ধরেই ব্রিটিশ বিরোধী প্রবন্ধ ছাপিয়ে আসছিল। যুগান্তরের সম্পাদক ছিলেন ভূপেন্দ্রনাথ দত্ত এবং বন্দে মাতরমের অঘোষিত সম্পাদক ছিলেন অরবিন্দ ঘোষ।

১৯০৭ সালের ১১ মে পূর্ববঙ্গ ও আসামে রাজনৈতিক সভা নিষিদ্ধ ঘোষণা করে অর্ডিন্যান্স জারি করা হলে পত্রিকাদুটির সমালোচনা আরও তীব্র হয়। সরকারি কর্মচারীরা যেমন মনে করলেন, চণ্ডনীতির দ্বারা মানুষের মনোবল ভেঙে দেবেন, মানুষের সংকল্পও তেমন দৃঢ় হয়ে উঠছিল। সেই সংকল্পেরই প্রকাশ ঘটালেন কালীপ্রসন্ন কাব্যবিশারদ তাঁর কবিতার মাধ্যমে —

“আমায় বেত মেরে কি মা ভুলাবি,
আমি কি মার সেই ছেলে?
দেখে রক্তারক্তি বাড়বে শক্তি
কে পলাবে মা ফেলে?

শিরোনাম