কন্ঠশিল্পী মমতাজ বেগম এমপির হ্যাট্রিক

বিনোদন ডেস্ক ঃঃ
জিরো থেকে হিরো বনে যাওয়া সেই কন্ঠ শিল্পী মমতাজ বেগম হ্যাট্রিক করলেন। তার জীবনটা ছিল সংগ্রামের। সংগ্রামকে সারথী করে আজ তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিল্পী। বর্তমানে মানিকগঞ্জ-আসনের এমপি তিনি। যে কয়জন গায়িকা মানুষের হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন তাঁর মধ্যে মমতাজ অন্যতম। বরাবরই তিনি আলোচনায় থাকেন। ফের আবারো আলোচনায় এসেছেন এই কন্ঠ শিল্পী।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা কণ্ঠশিল্পী হিসেবে হ্যাট্টিক করেছেন মমতাজ বেগম।এক সাক্ষাৎকারে মমতাজ বলেন, যতদিন বাঁচব এই গান নিয়েই থাকব। মানুষকে ভালো গান উপহার দিয়ে যাব। গানের জন্য এবং গানের মানুষদের জন্য যদি কিছু করার সুযোগ পাই তবে সে সুযোগ কাজে লাগাব

শিরোনাম