কনস্টেবল নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতে বদলগাছী থানায় সংবাদ সম্মেলন

 

বুলবুল আহম্মেদ , ( বুলু)বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ
নতুন নিয়মে বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে বদলগাছী থানায় সংবাদ সম্মেলন করেছেন অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম( আতিক)।

শুক্রবার (২০ আগস্ট) বেলা ১১ টার দিকে নওগাঁ জেলা পুলিশের পক্ষে বদলগাছী থানা চত্ত্বরে তিনি এর আয়োজন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ওসি জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে কাঙ্খিত পুলিশ বাহিনী গঠনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ পুলিশ পরিবারের সর্বোচ্চ অভিভাবক ড. বেনজির আহমেদ বিপিএম(বার) পুলিশ কনস্টেবল নিয়োগে সর্বোচ্চ স্বচ্ছতার মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচনে নতুন নিয়ম ও পদ্ধতির প্রবর্তন করেছেন।

এই লক্ষ্যে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ডিজিটাল ডিভাইস এবং স্থানীয় কেবল অপারেটরের মাধ্যমে নিয়োগের নতুন পদ্ধতি ও তথ্য প্রচার করা হবে। দালাল, প্রতারক চক্র, তদবীরবাজ কিংবা অন্য যে কেউ যাতে চাকুরী প্রার্থীদের প্রতারিত করতে না পারে সেজন্য জেলা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সকল মোবাইল টার্গেট নম্বর মনিটরিং করবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

চাকুরী প্রার্থীদের পরিবারের অস্বাভাবিক ব্যাংক লেনদেন, জমিজমা ও মূল্যবান সম্পদ বিক্রয়, অর্থ লেনদেন ও ধারকার্য অথবা চাকরি প্রার্থীদের সাথে মেয়েকে বিবাহ বন্ধনের প্রতিশ্রুতিতে যৌতুক হিসেবে টাকা পয়সা প্রদান দন্ডনীয় অপরাধ বলে গণ্য হবে। কোনো চাকুরী প্রত্যাশী কারো মাধ্যমে তদবীর করলে সে অযোগ্য বলে বিবেচিত হবে। পুলিশ নিয়োগ সংক্রান্ত অবৈধ লেনদেন বিংবা প্রতারক চক্রকে ধরার জন্য পুলিশের বিশেষ টিম সাদা পোষাকে নজরদারি করবে এবং পুলিশের তালিকাভুক্ত তদবীরবাজ ও দালালদের গতিবিধি নিবিড়ভাবে মনিটরিং করা হবে।

এছাড়াও কোনো ব্যক্তি যদি পুলিশ নিয়োগে অনৈতিক লেনদেনের কোনো তথ্য পুলিশকে দিতে পারে তাহলে নাম পরিচয় গোপন রেখে তাকে পুরষ্কৃত করা হবে। সংবাদ সম্মেলনে ওসি আরো জানান, কাঙ্খিত জনবান্ধব পুলিশ বাহিনী গঠনে পুলিশ নিয়োগের এই বিশাল কর্মযজ্ঞকে সফল করার জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ, সংসদ সদস্য, ধর্মীয় ব্যক্তিত্ব, সাংবাদিক, শিক্ষকসহ সকল পেশাজীবী এবং সম্মানিত জনগণের সহায়তা নেওয়া হবে।

শিরোনাম