কদমতলীতে মা-বাবা-বোনকে হত্যা: মেহজাবিন ও তার স্বামী রিমান্ডে

 

সংবাদ জমিন, অনলাইন ডেস্ক ঃঃ
ঢাকার কদমতলীর মুরাদপুরে এক পরিবারের তিনজনকে হত্যার ঘটনায় করা মামলায় মেয়ে মেহজাবিন ইসলাম মুনের পর তার স্বামী শফিকুল ইসলামের তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত। আদালতে শফিকুলের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। কদমতলী থানা পুলিশ জানিয়েছে, তাকে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

মামলার আসামি শফিকুলকে জিজ্ঞাসাবাদ করতে সাত দিনের জন্য হেফাজতে চেয়ে মামলার তদন্ত কর্মকর্তা কদমতলী থানার পরিদর্শক জাকির হোসাইন আদালতে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম শাহিনুর রহমান আসামী শফিকুল ইসলামকে তিন দিন রিমান্ডের আদেশ দেন। আদালতে উক্ত আসামীর পক্ষে কোন আইনজীবি ছিলেন না। শফিকুলের কিছু বলার আছে কি না- তা বিচারক জানতে চাইলে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।

অপরদিকে, মাসুদের ভাই পরে মেহজাবিন ও তার স্বামী শফিকুলকে আসামি করে মামলা করেন। হত্যাকা-ে তিনি স্ত্রীকে সহযোগিতা করেন বলে অভিযোগ করা হয়েছে। নিহত মাসুদের শ্যালিকা ইয়াসমিনসহ স্বজনরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন জামাই শফিকুলের ফাঁসির জন্য।

শিরোনাম