কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত-৭

 

কক্সবাজার প্রতিনিধি ঃঃ
কক্সবাজারের চকরিয়ার ভেণ্ডিবাজার এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে তিন নারী ও দুই শিশুসহ সাতজনের মৃত্যু হয়েছে। আজ সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকার ইসমাইলের স্ত্রী হাজেরা বেগম (৫৫), প্রদীপের স্ত্রী পূর্ণিমা (৩০), তার শিশুসন্তান স্বার্থক (২), ডুলাহাজারা এলাকার রতন বিজয় (৫৫) ও তার স্ত্রী মধুমিতা (৪৫) সহ ৭ জন। এদের মধ্যে ঘটনাস্থলেই ৫ জন এবং হাসপাতালে ২ জনের মৃত্যু হয়।

শিরোনাম