কক্সবাজারে শিশুকে বলাৎকারের ঘটনায় সেই লম্পট গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের পেকুয়ায় পাঁচ বছর ও সাত বছর বয়সী দুই শিশুকে বলাৎকারের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বলাৎকারকারীকে পিটিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে। বলাৎকারকারী মো. মনির (৩৮) উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ভারুয়াখালী এলাকার শফিকুর রহমানের ছেলে।

জানা যায়,বৃহস্পতিবার বিকালে আমার ছেলে ঘরে এসে তাকে শারীরিকভাবে নির্যাতনের কথা বলেন। এরপর থেকে বলাৎকারকারী মনিরকে খুঁজতে থাকি। গতরাতে সে ঘরে গেলে সেখান থেকেই তাকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি নিয়ে ধরে ফেলি। প্রাথমিকভাবে এলাকাবাসীর সামনে সে বলাৎকারের কথা স্বীকার করেছে। আমরা তাকে পুলিশের কাছে সোপর্দ করেছি। পেকুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) অমর চন্দ্র বিশ্বাস বলেন, বারবাকিয়ায় দুই শিশুকে বলাৎকারের ঘটনায় ধৃত অবস্থায় এক ব্যক্তিকে জনতার কাছ থেকে উদ্ধার করা হয়েছে। তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

শিরোনাম