কক্সবাজার প্রতিনিধি ঃঃ
কক্সবাজারের চকরিয়ায় ভোরে ঘুম থেকে ডেকে দেয়ায় লাঠি দিয়ে বাবাকে পিটিয়ে হত্যা করেছে পাষণ্ড ছেলে। গতকাল শনিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার পূর্ববড় ভেওলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড চরপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রুহুল কাদের (৫৫) ওই এলাকার জামাল উদ্দিনের ছেলে। ঘাতক ছেলে শহীদুল ইসলাম (২২) ঘটনার পর পলাতক রয়েছে।
জানা যায়, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে বাবা রুহুল কাদের ছেলে শহীদুল ইসলামকে ক্ষেতের কাজে যাওয়ার জন্য ঘুম থেকে ডেকে দেন। পরে বাবা গোয়াল ঘরে গরুকে খাবার দিতে যায়। এ সময় ক্ষিপ্ত হয়ে ছেলে শহীদুল ইসলাম তার বাবাকে পেছন দিক থেকে লাঠি দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলে মাঠিতে লুটিয়ে পড়েন। পরে তিনি মারা যান।
ওসি ওসমান গণি জানান, ঘটনাটি ধামাচাপা দিয়ে মরদেহ দাফন করার চেষ্টা করে পরিবারের লোকজন। পরে আমরা লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। ঘাতক পুত্রকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে।