কক্সবাজারে পানির স্রোতে শিশুর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারে পানির স্রোতে শিশুর মৃত্যু হয়েছে।উপজেলার চকরিয়ায় বন্যার পানির স্রোতে ভেসে গিয়ে মো. আদিব (১৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড পহরচাঁদা বিবিরখিল এলাকায় এ ঘটনা ঘটে।

অপরদিকে, বেশ কয়েকদিন ধরে অবিরাম বর্ষণে উপজেলার হারবাং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গায়নাকাটা গ্রামে পাহাড় ধসে অন্তত ১৫টি বসতঘর ভেঙে গেছে। তবে কেউ হতাহত হয়নি। এ ছাড়া চকরিয়ায় টানা বৃষ্টিতে অন্তত ১০টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে ৫০ হাজারের বেশি মানুষ পানিবন্দি রয়েছে।

শিরোনাম