কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারে পানির স্রোতে শিশুর মৃত্যু হয়েছে।উপজেলার চকরিয়ায় বন্যার পানির স্রোতে ভেসে গিয়ে মো. আদিব (১৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড পহরচাঁদা বিবিরখিল এলাকায় এ ঘটনা ঘটে।
অপরদিকে, বেশ কয়েকদিন ধরে অবিরাম বর্ষণে উপজেলার হারবাং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গায়নাকাটা গ্রামে পাহাড় ধসে অন্তত ১৫টি বসতঘর ভেঙে গেছে। তবে কেউ হতাহত হয়নি। এ ছাড়া চকরিয়ায় টানা বৃষ্টিতে অন্তত ১০টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে ৫০ হাজারের বেশি মানুষ পানিবন্দি রয়েছে।