কক্সবাজারে টিউমারের পরিবর্তে পেটে মিলল ‘ব্যান্ডেজ’

স্টাফ রিপোর্টারঃ
সিজারের সাত মাস পেটে ব্যথাসহ নানা সমস্যা নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হন রোগী। চিকিৎসক ধারণা করেন নারীর পেটে টিউমার হয়েছে। তিনি আলট্রাসনোগ্রাম করে আরও নিশ্চিত হন যে এটা টিউমার। তাই নারীকে দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দেন তিনি। পরে পেটে অস্ত্রোপচারের সময় টিউমারের পরিবর্তে পাওয়া গেছে ‘ব্যান্ডেজ’।

গতকাল বৃহস্পতিবার রাতে কক্সবাজার শহরের ফুয়াল আল খতিব হাসপাতালের চিকিৎসক শাহ আলম অস্ত্রোপচার করার সময় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী সুফিয়া আকতার (২৮) উখিয়ার রতœপালং ইউনিয়নের তেলীপাড়া এলাকার জিয়াউদ্দিনের স্ত্রী।

শিরোনাম