কক্সবাজারে সেই গৃহবধূ পর্যটককে গণধর্ষণের ঘটনায় মামলা, আটক-১
কক্সবাজার প্রতিনিধি ঃঃ
কক্সবাজারে গৃহবধূ পর্যটককে গণধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। ঘটনার ২৪ ঘণ্টার মাথায় সাতজনকে আসামি করে মামলা করেছেন ওই নারীর স্বামী। মামলায় চারজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত দেখানো হয়েছে ৩ জনকে। আসামিরা হলেন, প্রধান অভিযুক্ত আশিকুল ইসলাম, আব্দুল জব্বার ওরফে ইসরাফিল হুদা জয় ওরফে জয়া, মেহেদি হাসান বাবু ও হোটেলের ব্যবস্থাপক রিয়াজ উদ্দিন ছোটন। বাকি তিনজন অজ্ঞাত।
এর আগে নারী পর্যটককে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে তিনজনকে শনাক্তের কথা জানায় র্যাব-১৫। ধর্ষকদের সহযোগী হিসেবে জিয়া গেস্ট ইন হোটেলের ম্যানেজার রিয়াজ উদ্দিন ছোটনকে (৩৩) আটক ও পরে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মামলার প্রধান আসামী আশিকের বিরুদ্ধে সন্ত্রাসীর বিভিন্ন মামলা রয়েছে। বর্তমানে সন্ত্রাসী একটি মামলায় সে জামিনে আছে।