কক্সবাজার প্রতিনিধি ঃঃ
কক্সবাজারের মহেশখালী ও কুতুবদিয়ায় সোমবার (২০ সেপ্টেম্বর) ইউপি নির্বাচনে সহিংসতায় প্রাণ হারিয়েছেন দুই ব্যক্তি
জানা গেছে, মহেশখালীর কুতুবজোম ইউনিয়নে একটি ভোট কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী শেখ কামাল ও বিদ্রোহী প্রার্থী মোশাররফ হোসেন খোকনের সমর্থদের মধ্যে গোলাগুলিতে আবুল কালাম একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। ওদিকে কুতুবদিয়া বড়ঘোপ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পিলটকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে আবদুল হালিম (৩০) নামে একজন নিহত হয়েছেন।
পুলিশ জানায়, এ ব্যাপারে মামলা হয়েছে। জড়িতদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।