কক্সবাজারের চকরিয়ায় মরিচ ক্ষেতের সাথে এ কেমন শত্রুতা !

চকরিয়া(কক্সবাজার)প্রতিনিধি ঃঃ
কক্সবাজারের চকরিয়ায় মরিচ ক্ষেতের সাথে এ কেমন শত্রুতা ! ক্ষতিগ্রস্ত কৃষকের ঐ পরিবারে চলছে আহাজারি। এলাকায় এ ঘটনাকে ঘিরে তোলপাড় চলছে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার সুরাজপুর মানিকপুর ইউনিয়নের চেয়ারম্যান পাড়ার হাজী আলমের মরিচ ক্ষেত কে বা কারা রাতের আঁধারে কেটে ফেলে। মরে গেছে ক্ষেতের সব মরিচ গাছ। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এলাকার কিছু খারাপ প্রকৃতির লোক এ ঘটনা ঘটিয়েছে।

এই কাজ যেই বা যাদের ইন্দনে হয়েছে তাদের সবাইকে আইনের আওতায় এনে কঠিন শাস্তির নিশ্চিত করতে হবে বলে হুশিয়ারি দেন স্থানীয় চেয়ারম্যান আজিমুল হক আজিম। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।

শিরোনাম