কক্সবাজার প্রতিনিধিঃ
টানা এক সপ্তাহ ধরে ভারি বর্ষণ ও উজান থেনে নেমে আসা পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়ায় বন্যা পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। বেশ কয়েকটি পয়েন্টে পাউবোর বেড়িবাঁধ ভেঙে গিয়ে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এতে উপজেলার একটি পৌরসভা ও ১৮টি ইউনিয়নের প্রায় ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছে। চকরিয়া পৌরশহরের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর দিয়ে মাতামুহুরী নদীর পানি প্রবাহিত হওয়ায় সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এছাড়াও চকরিয়ার অভ্যন্তরীণ সড়কের সকল ধরনের যানচলাচল বন্ধ থাকায় বানভাসি মানুষ নৌকা, বাঁশের ভেলা ও গাড়ির টায়ার দিয়ে পারাপার করছে।
চকরিয়ার বন্যা পরিস্থিতির গতকাল থেকেচরম অবনতি হয়েছে। গেল ২৪ ঘণ্টায় মাতামুহুরী নদীর পানি বেড়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।