কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের ‘অন্যায়ের প্রতিবাদকারী’সন্ত্রাসীদের হাতে প্রাণ হারালো। তিনি সন্ত্রাসীদের অনুরোধ করেছিলেন,সারাদিনের রোজায় ক্লান্ত, মারতে চাইলে ইফতারের পর মারিও- এমন আকুতি করেও সন্ত্রাসীদের হাত থেকে রেহাই পাননি মোরশেদ আলী (৩৮)। বৃহস্পতিবার বিকাল পৌঁনে ৬টার দিকে বাজারে ইফতার কেনার সময় জনসম্মুখে তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।
গতকাল রাত ৮টার দিকে কক্সবাজার সদর হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মোরশেদ সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের মাইজপাড়ার মৃত মাওলানা ওমর আলীর ছেলে। তিনি এলাকায় ‘অন্যায়ের প্রতিবাদকারী’ হিসেবে পরিচিত ছিলেন। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।