কফিল উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি ঃঃ
সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন চট্টগ্রামের ওমরগনি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সমাজকল্যাণ সম্পাদক নাছির উদ্দিন নোবেল (৩৫)। মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুর ১টার দিকে চকরিয়া থানার পূর্ব বেওলা ইউনিয়নের বাজারে তাকে গুলি করা হয়। তার বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়।
পুলিশের বলছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে। তবে নগর ছাত্রলীগের একাধিক নেতা ও চকরিয়ার পূর্ব বেওলা ইউনিয়নের লোকজন বলছেন, জমি সংক্রান্ত বিরোধের পাশাপাশি অন্য ঘটনাও থাকতে পারে। কারণ সাবেক ছাত্রলীগের নেতা নাছির উদ্দিন নোবেল ইউপি চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। একটি পক্ষ চাইছিল না তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করুক।
জানা গেছে, দুপুর ১টার দিকে কক্সবাজারে পূর্ব বড় বেওলা বাজারের একটি চায়ের দোকানে বসে কথা বলছিলেন নাছির উদ্দিন নোবেল। এ সময় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ স্থানীয় এনাম নামের একজন গুলি চালান। ঘটনাস্থলেই প্রাণ হারান নাছির উদ্দিন নোবেল। এ সময় রুবেলের সঙ্গে থাকা আরো ৯ জন আহত হন। ময়নাতদন্ত সম্পন্নের জন্য পুলিশ লাশটি উদ্ধার করেছে।
এ বিষয়ে জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকের মো: জোবায়ের সংবাদ জমিনকে বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের গুলিতে নাছির উদ্দিন নোবেল নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১০ জন আহত হয়েছেন।
এদিকে এ ঘটনার পরপরই ফেসবুক স্ট্যাটাস দেন জাফর আলম এমপি। স্ট্যাটাসে তিনি বলেন, নাছির উদ্দিন নোবেল হত্যাকাণ্ডের ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না! সন্ত্রাসী যে হোক, শাস্তি পেতেই হবে। আমি এহেন ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।