এসআই শফিকুল হত্যার ঘটনায় আদালতে ২ জনের স্বীকারোক্তি মূলক জবানবন্দি

নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনার দুর্গাপুরে পুলিশ সদস্য (এসআই) মো. শফিকুল ইসলাম (৪৫) কে হত্যায় গ্রেপ্তার ২ জন আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। গতকাল সকালে এ তথ্য জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নেত্রকোনা কার্যালয়ের পরিদর্শক ইমদাদুল বাশার। এর আগে রোববার বিকাল ৫টার থেকে রাত ৮টা নাগাদ ৩ ঘণ্টাব্যাপী বিচারকের কাছে হত্যা ঘটনার বর্ণনা দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তারা।

গ্রেপ্তার ২ জন হলেন, দুর্গাপুর উপজেলা সদরের উকিলপাড়া এলাকার শমশের আলী খাঁয়ের ছেলে সাজিবুল ইসলাম ওরফে অপূর্ব (২৪) ও ধানশিরা এলাকার আব্দুর রহমানের ছেলে মো. বাকী বিল্লাহ (২৬)। এই দুই যুবকের মধ্যে অপূর্ব পেশায় টিভি-ফ্রিজ মেকানিক ও বাকী বিল্লাহ মোটরসাইকেল গ্যারেজের মেকানিক।

শিরোনাম