এশিয়ার বৃহত্তম গ্রাম হবিগঞ্জের বানিয়াচং!

সংবাদ জমিন, অনলাইন ডেস্ক ঃঃ
এশিয়ার বৃহত্তম গ্রাম (Largest Village of Asia) হল বাংলাদেশের বানিয়াচং (Baniachong)। এই গ্রাম বাংলাদেশের সিলেট প্রশাসনিক বিভাগের হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার অন্তর্গত। এই গ্রামের নামেই বানিয়াচং উপজেলার নামকরণ হয়েছে। এই গ্রামে ৪টি ইউনিয়ন (উত্তর-পূর্ব বানিয়াচং, উত্তর-পশ্চিম বানিয়াচং, দক্ষিণ-পূর্ব বানিয়াচং দক্ষিণ-পশ্চিম বানিয়াচং) এবং ১২০ টি পাড়া রয়েছে।

এই গ্রামের আয়তন ৩২.৪৩ বর্গমাইল বা ৮৪ বর্গকিমি এবং জনসংখ্যা ৭৩,৭২৭ জন (৪টি ইউনিয়নের আয়তন ও জনসংখ্যার সমষ্টি)। ১৯৩০ এর দশকে সাইকেলে বিশ্বভ্রমণ শেষে ভূপর্যটক রামনাথ বিশ্বাস তাঁর গ্রন্থে বানিয়াচং গ্রামকে পৃথিবীর বৃহত্তম গ্রাম হিসেবে উল্লেখ করেন। গবেষকদের অভিমত, দ্বাদশ শতাব্দীতে বানিয়াচং গ্রামের গোড়াপত্তন হয়েছে। তৎকালীন লাউড় রাজ্যের রাজধানীও এখানে ছিল।

তবে, কারও মতে, পঞ্চদশ শতাব্দীতে বানিয়াচং প্রতিষ্ঠিত হয়। এই গ্রামে ঐতিহাসিক কমলারানীর দীঘি, লক্ষীবাওর জলাবন, ৬০০ বছরের প্রাচীন বিথঙ্গলের আখড়া সহ অনেক পুরাকীর্তি রয়েছে। সূত্র-প্রথম আলো,যুগান্তর

শিরোনাম