এবার বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্কঃ
লিওনেল মেসির মা সেলিয়া মারিয়া কুকসিটিনি বলেন, বিশ্বকাপ জয়ের জন্য মেসি কত কষ্ট করছে, তা আমি বলে বোঝাতে পারব না। আমি বিশ্বাস করি, ঈশ্বর এতটা নিষ্ঠুর হতে পারেন না। বিশ্বাস করি, এবার অন্তত লিও সেরা হবে। বিশ্বাস করি, এবার অন্তত লিওকে ন্যায়বিচার দেবেন ঈশ্বর।

ক্লাব ফুটবলে দুইহাতে সাফল্য পাওয়া মেসি পাঁচবার বিশ্বকাপ খেলার পরও দেশকে ট্রফি উপহার দিতে পারেননি। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে মেসি জিতবেন এমনটিই বিশ্বাস তার মায়ের। মেসির মা বলেন, আমি বিশ্বাস করি, এবার অন্তত লিও সেরা হবে। বিশ্বাস করি, এবার অন্তত লিওকে ন্যায়বিচার দেবেন ঈশ্বর।

শিরোনাম