এবার বাম ছাত্র সংগঠনের নেতাদের নামে মামলা

সংবাদ জমিন ডেস্কঃ
ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাসহ ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭০-৮০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

বুধবার (১২ মার্চ) বিকালে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ফারুক এ তথ্য জানান। তিনি বলেন, ‘রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের বাদী হয়ে ১২ জন আসামির নাম উল্লেখ করে মামলাটি করেন। অজ্ঞাত আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ করে গ্রেফতারের চেষ্টা চলছে।

শিরোনাম