এবার পিএসজি ছাড়ার আন ঘোষণা দিলেন এমবাপ্পে

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
কিলিয়ান এমবাপ্পে পিএসজি ছাড়ছেন, গত কয়েক মৌসুম ধরে চলা টানা গুঞ্জন এটি। তবে গত ফেব্রুয়ারিতে পিএসজি ছাড়ার আগ্রহ প্রকাশ করেন তিনি নিজে। এবার সেটারই আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন এই ফরাসি ফরোয়ার্ড। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে তিনি এই ঘোষণা দেন। তবে রিয়ালে খেলার স্বপ্ন পূরণ হচ্ছে কিনা, ভিডিওতে সেটা বলেননি এমবাপ্পে।

শুক্রবার পোস্ট করা ভিডিওতে রোববার তুলুজের বিপক্ষে ম্যাচটিই পিএসজির জার্সিতে শেষ ম্যাচ হবে বলে জানান এমবাপ্পে। ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই ফুটবলার বলেন, ‘আমি আপনাদেরকে জানাতে চাই, পিএসজির হয়ে এটিই ছিল আমার শেষ মৌসুম। আমি আর মেয়াদ বাড়াচ্ছি না, এই যাত্রা আসছে কয়েক সপ্তাহেই শেষ হতে যাচ্ছে। রোববার পার্ক দে প্রিন্সেসে আমার শেষ ম্যাচ খেলব।’

শিরোনাম