এবার কিশোরগঞ্জে আব্দুল হামিদের বাড়িতে ভাঙচুর-আগুন

স্টাফ রিপোর্টারঃঃ
এবার কিশোরগঞ্জে আব্দুল হামিদের বাড়িতে ভাঙচুর-আগুন। কিশোরগঞ্জে সাবেক প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। এছাড়া এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়েছে জেলা আওয়ামী লীগের কার্যালয়। বৃহস্পতিবার রাত ৮টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত এই ভাঙচুর চলে।

জানা যায়,রাত আটটার দিকেকিশোরগঞ্জ জেলা শহরের স্টেশন রোডে আওয়ামী লীগের দলীয় কার্যালয় এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে আগুন দেন বিক্ষুব্ধ ছাত্র–জনতা। রাত নয়টার দিকে জেলা শহরের খড়মপট্টি এলাকায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলামের বাড়িতে ভাঙচুর ও ঢাকা মহানগর পুলিশের আলোচিত কর্মকর্তা বিপ্লব সরকারের বাড়িতে হামলা ও ভাঙচুরের পর সাবেক প্রেসিডেন্ট আবদুল হামিদের বাড়িতে অগ্নিসংযোগসহ হামলা–ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

এ ব্যাপারে পুলিশের ভূমিকা ছিল নিষ্ক্রিয় বলে জানা গেছে।

শিরোনাম