এতিম কাজের মেয়েকে খুন্তির ছ্যাকা : গৃহকর্তার স্ত্রী আটক

 

কক্সবাজার প্রতিনিধি ঃঃ
১২ বছরের অনাথ শিশু ইয়াছমিন আকতার। গ্রামের বাড়ি কক্সবাজারের চকরিয়া থানাধীন ডুলাহাজরা সাফারি পার্ক এলাকায়। বাবা-মা হারানোর পর দু’বেলা খাওয়ার আশায় গৃহকর্মী হিসেবে কাজ নেন চট্টগ্রামের লালখান বাজার এলাকার এক ব্যাংক কর্মকর্তার বাসায়। তবে খাবারের বদলে প্রতিদিন নির্যাতন সহ্য করতে হত অনাথ শিশু ইয়াছমিনকে। কাজের সময় হাত থেকে পড়ে কিছু ভাঙলে কিংবা কাজ পছন্দ না হলে ইয়াছমিনের ছোট্ট শরীরে খুন্তি দিয়ে ছ্যাঁকা দিত গৃহকর্তৃ আরফা আক্তার (২৮)। পাশাপাশি শরীরে ঢেলে দিত গরম পানি।

গত মঙ্গলবার খবর পেয়ে গৃহকর্তৃ আরফা আক্তারকে আটকের পর সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান, নগরীর খুলশী থানার এসআই (উপ-পরিদর্শক) খাজা এনাম এলাহী। এ ব্যাপারে মামলা হয়েছে। নির্যাতনের দায়ে আটক হওয়া গৃহকর্তৃ আরফা আক্তার (২৮) লালখান বাজারের চাঁনমারি এলাকার বাসিন্দা বখতিয়ারের স্ত্রী। তার স্বামী বখতিয়ার চট্টগ্রামের ব্র্যাক ব্যাংকের একটি শাখায় কর্মরত আছেন বলে জানা যায়।

শিরোনাম