এটা রাষ্ট্র, কারো পারসোনাল প্রোপার্টি নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টারঃ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, একটা রাষ্ট্র এভাবে চলে না। রাষ্ট্রের পলিটিক্সে এটা হয় না। একজনের ইচ্ছামতো রাষ্ট্র চালানো যায় না। সেটা যেই হোক, যার অবদানই থাকুক। এখানে বঙ্গবন্ধুর অবদান ছিল ঠিকই, কিন্তু হাজার হাজার লোক যুদ্ধ করে ৩০ লাখ লোক মারা যাওয়ার পরে এই রাষ্ট্র স্বাধীন হয়েছে। এই রাষ্ট্র কারো পারসোনাল প্রোপার্টি না। রোববার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন আহত পুলিশ সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি খুব পরিষ্কার ভাষায় বলছি, রাষ্ট্র কারো ফ্যামিলি প্রোপার্টি না। পলিটিক্সকে এতো নষ্ট করা হয়েছে যে আর কেউ এখানে ঢুকতে পারে না। বাপ, ছেলে, ছেলের বউ, নাতি, পুতি চলতেই আছে। পাওয়ারটাকে কুক্ষিগত করা হয়েছে। হাজার হাজার লোক মেরে পাওয়ারে থাকতে চায়।

শিরোনাম