এটা ভারত, মোদির ভারত, বাংলাদেশ না : ভারতের কেন্দ্রীয় মন্ত্রী

সংবাদ জমিন,আন্তর্জাতিক ডেস্কঃ
বাংলাদেশের মতো পরিস্থিতি ভারতেও হতে পারে— এমন মন্তব্যকারীদের কঠোর সমালোচনা করেছেন ভারতের কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। তিনি বলেছেন, এটা বাংলাদেশ না, এটা ভারত, মোদির ভারত।রোববার (১১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, যারা ভারতে বাংলাদেশের মতো পরিস্থিতি ‘প্রত্যাশা’ করে তাদের সমালোচনা করে দেশটির কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, এটি বাংলাদেশ নয়, এটি নরেন্দ্র মোদির ভারত।

শনিবার যোধপুর বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় কেন্দ্রীয় মন্ত্রী শেখাওয়াত বলেন, কিছু লোক মন্তব্য করছে— ভারতে বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি হবে। এটি দুর্ভাগ্যজনক।

তিনি বলেন, ‘তারা বাংলাদেশের মতো ঘটনা ভারতে ঘটার কথা বলেছে। তারা সম্ভবত জানে না এটি বাংলাদেশ নয়, এটি ভারত, এবং মোদিজির ভারত। যারা এটি করবে তাদের বোঝা উচিত তাদের কী হবে।’

শিরোনাম