এজলাসে কাঠগড়ায় দাঁড়িয়ে কাঁদলেন চিত্রনায়িকা পরীমনি

নিজস্ব প্রতিনিধিঃ
বোট ক্লাবে মারধর ও শ্লীলতাহানির ঘটনার মামলায় সাক্ষ্য দিতে গিয়ে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর এজলাসে কাঠগড়ায় দাঁড়িয়ে কাঁদলেন চিত্রনায়িকা পরীমনি। আজ দুপুরে এজলাসে কাঠগড়ায় দাঁড়িয়ে শ্লীলতাহানির ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি ফুঁপিয়ে কাঁদেন।

এ সময় ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) শহীদ হোসেন বিচারকের উদ্দেশে বলেন, এই জনাকীর্ণ আদালতে পরীমনি হয়তো সেদিনকার ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ দিতে পারছেন না। আইনে এই ধরনের মামলায় ক্যামেরার ট্রায়ালের (রুদ্ধদ্বার এজলাসে বিচার) বিধান রয়েছে।

শিরোনাম