এখনো স্বাভাবিক হয়নি সংসদ সচিবালয়

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
এখনো স্বাভাবিক হয়নি বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়। এখানে প্রায় ১২শ’ সরকারি কর্মকর্তা ও কর্মচারী রয়েছে। ৫ই আগস্টের পর কেউই আসছেন না সংসদ সচিবালয়ে। নেই হাজিরার সিস্টেমও। ভেতরে কর্মকর্তা ও কর্মচারীদের বসার চেয়ার, টেবিলও নেই।

এদিকে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে সংসদ ভবন। ভেতরের ফ্লোরগুলোতে অসংখ্য ফাইল আর কাগজে ভরা। বেশিরভাগ দরজা ও জানালা ভাঙা। সংসদে থাকা কয়েকশ’ কম্পিউটার ও ল্যাপটপের কোনো হদিশ নেই। ইন্টারনেট লাইন সম্পূর্ণ অকেজো।

শিরোনাম