এক সঙ্গে চার সন্তানের জন্ম!

নিজস্ব প্রতিনিধিঃ
এক নারী একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন। এ আলোচিত ঘটনাটি ঘটেছে পটুয়াখালী জেলা শহরের পৌর মুসলিম গোড়স্থান সংলগ্ন বেসরকারী ক্লিনিক হলি টাচ হাসপাতালে। বুধবার রাত পৌনে ১০ টার সময়ে ওই হাসপাতালে সানজিদা বেগম নামক এক নারীর সিজারের মাধ্যমে একত্রে ৪টি সন্তানের জন্ম হয়েছে।শিশুগুলোর মধ্যে ৩টি কন্যা শিশু ও ১টি পুত্র শিশু।

চার নবজাতক ও মা সানজিদা সুস্থ আছেন। এই নবজাতকদের দেখার জন্য হাসপাতালে উৎসুক নারীরা ভিড় করছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

শিরোনাম