এক গর্ভে দু’টি জরায়ু! দুই দিনে দুবার সন্তান প্রসব করলেন
অনলাইন ডেস্ক
একটি গর্ভে দুটি জরায়ু! এই বিরল শারীরিক গঠন শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই ঘটনা ঘটেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যালাবামার বাসিন্দা ক্যাসলি হ্যাচারের দুটি জরায়ুতে বেড়ে উঠেছিল দুটি ভ্রুণ। খ্রিস্টমাসের সময় তিনি দুই দিনে দুবার সন্তান প্রসব করেছেন। উভয় গর্ভে গর্ভবতী হওয়ার ঘটনা লাখের মধ্যে একটি ঘটে। হ্যাচার বার্মিংহাম (ইউএবি) হাসপাতালে ২০ ঘন্টার ব্যবধানে দুটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। রক্সি মঙ্গলবার সন্ধ্যায় জন্মগ্রহণ করে, তার বোন রেবেল পরের দিন সকালে জন্ম নেয় প্রায় ১০ ঘন্টা পরে।
হ্যাচার হাসপাতালের বেডে শুয়ে বলেছেন, আমরা স্বপ্নেও এইভাবে গর্ভধারণ এবং সন্তান জন্ম দেবার পরিকল্পনা করতে পারিনি, কিন্তু আমাদের দুটি সুস্থ শিশু কন্যাকে এই পৃথিবীতে নিরাপদে নিয়ে আসা সর্বদাই লক্ষ্য ছিল এবং হাসপাতাল আমাদের এটি অর্জনে সহায়তা করেছে। আমার দুই সন্তানের জন্মকাহিনি স্মরণীয় হয়ে থাকবে।