একটি দলের নেতাকর্মীরা দখল,চাঁদাবাজি ও ভাঙচুরে লিপ্ত: ড. রেদোয়ান

সংবাদ জমিন ডেস্কঃ
‘এই বিজয় কোন রাজনৈতিক দলের নয়, এই বিজয় ছাত্র জনতার। অতীতে অনেক রাজনৈতিক দল রাজপথে আন্দোলন করেছে। কিন্তু কেউ বিজয় অর্জন করতে পারেনি।’ এই বলে প্রকাশ্য জনসভায় শিক্ষার্থীদের স্যালুট দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ।

শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে কুমিল্লায় চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ ক্যাম্পাস-২, মমতাজ ভবন মাঠে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি পৌর শাখা আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

শিরোনাম