একজন সৎ পুলিশ সুপারের বিদায়

সংবাদ জমিন রিপোর্ট ঃঃ
মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীমকে বদলি করা হয়েছে। ৩ বছর দায়িত্ব পালন করেছেন সফলতার সাথে। বলা চলে মানিকগঞ্জের সুযোগ্য পুলিশ সুপার। একজন মানবিক,সৎ ও মিডিয়া বান্ধব পুলিশ সুপার ছিলেন তিনি। সবার সাথে বিনয়ী ব্যবহার করতেন। যে কোন ব্যাপারে সক্রিয় ভূমিকা পালন করতেন। তার দায়িত্ব পালনে কোন ত্রুটি ছিল না। তার বিদায় বেলা তাইতো সবাই ভারাক্রান্ত ছিলেন।

কারো চোখে ছিল অশ্রু, কারো মুখ ছিল মলিন, গম্ভীর। মহামারী করোনা ঠেকাতে তিনি ছিলেন সদা সচেষ্ট। মাঠে নেমে কাজ করেছেন, কাউকে নিজ হাতে মাস্ক পরিয়ে দিয়েছেন। সুযোগ্য এ পুলিশ সুপার ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন। একজন সংবাদ কর্মী জানান, তিনি ছিলেন অমায়িক, সদালাপী। আমাদের তিনি খুব কাছ থেকে দেখতেন। বরাবর সংবাদ কর্মী বান্ধব ছিলেন এ পুলিশ সুপার।

শিরোনাম