একই নামে দুই মুক্তিরযোদ্ধার ভাতা গ্রহণ নিয়ে নোয়াখালী তোলপাড়

সংবাদ জমিন ডেস্কঃ
নাম ঠিকানা একই হওয়ায় একই গেজেটে সোনাইমুড়ী উপজেলার ২ জন নিজেদের মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করছেন। এরা হলেন- সোনাইমুড়ী উপজেলার নদনা ইউনিয়নের বোরপিট গ্রামের মৃত ইউনুছ মিঞার ছেলে ও সাবেক এনসিসি ব্যাংক কর্মকর্তা মো. রফিক উল্যাহ এবং বোরপিট গ্রামের মৃত হাজী ইউনুছ মিয়ার ছেলে ও সাবেক সাব-রেজিস্ট্রার আলহাজ্ব মোঃ রফিক উল্যাহ। ফলে প্রকৃত মুক্তিযোদ্ধা কে? খতিয়ে দেখছেন প্রশাসন।

সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সাবেক ব্যাংক কর্মকর্তার ভাতা বন্ধ করে দিয়েছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। এ নিয়ে ব্যাংক কর্মকর্তা মো. রফিক উল্যাহ আবেদন করলে গত ১২ই ফেব্রুয়ারি তদন্ত করে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মাওলা জানান, ২০১৪ সালের জুলাই থেকে গেজেট নং- ১৫৫৪, লাল মুক্তিবার্তা নং- ০২০৯০২১৫৮০ এ একই নামে ২ জন ভাতা পেয়ে আসছিল। গত সেপ্টেম্বর এমআইএস অনলাইন করায় ব্যাংক কর্মকর্তার ভাতা বন্ধ করে দেয়া হয়। ২ জনের বিষয়ে তদন্ত করছে উপজেলা প্রশাসন।

শিরোনাম