উল্লাপাড়ায় অটো ও কাভার্ডভ্যানের সংঘর্ষে হতাহত-৪

সিরাজগঞ্জ প্রতিনিধি ঃঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার শ্রীকোলা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পাবনা-বগুড়া মহাসড়কে আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে একটি কাভার্ড ভ্যানের সঙ্গে যাত্রীবাহী আটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জন অটো ভ্যান যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন- উল্লাপাড়া পৌরসভার শ্রীকোলা মহল্লার সাইফুল ইসলামের ছেলে রুবেল (২২) এবং আখের উদ্দিনের ছেলে ফরজ আলী (৪৮)।

ভ্যান চালকসহ ২ জন আহত হয়েছেন। তারা হলেন- একই মহল্লার ভ্যান চালক মাহমুদুল ইসলাম (৩৫) ও ভ্যান যাত্রী আবু হানিফ (২২)। আহত হানিফ ও মাহমুদুলকে চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত রুবেল ও আহত হানিফ সিরাজগঞ্জে আনসার ভিডিপি প্রশিক্ষণে যোগ দিতে যাচ্ছিল।পথিমধ্যে তারা এ দুর্ঘটনার শিকার হন।

শিরোনাম