উপজেলা নির্বাচনে মা-মেয়ের লড়াই!

সংবাদ জমিন ডেস্কঃ
কুমিল্লার দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান পদে এমপি মো. আবুল কালাম আজাদের ছোট ভাইয়ের সঙ্গে লড়বেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের স্ত্রী ও মেয়ে। সোমবার প্রতীক বরাদ্দ পেয়ে তারা নির্বাচনী মাঠে নেমেছেন।

এ উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থীসহ মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। জানা যায়, নির্বাচনে হেভিওয়েট প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন মামুনুর রশিদ (আনারস)। তার সঙ্গে নির্বাচনী মাঠে লড়াইয়ে নেমেছেন শাহিদা আক্তার (ঘোড়া) ও খাদিজা বিনতে রোশন (দোয়াত-কলম)। মা ও মেয়ে একসঙ্গে প্রার্থী হওয়া নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে বেশ আলোচনা চলছে।

শিরোনাম