ঈশ্বরদীতে সমন্বয়কের ওপর এবার ছাত্রলীগের হামলা

পাবনা প্রতিনিধিঃ
পাবনার ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইব্রাহিম হোসেনের ওপর হামলা চালিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার রাতে উপজেলা সদরের ঈশ্বরদী সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে। পরে তাকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। আহত ইব্রাহিম পৌর শহরের পূর্বটেংরি এলাকার আব্দুস সালামের ছেলে ও পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, নিরাপত্তা জোরদারে পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

শিরোনাম